বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো ফরিদুল হক খান এমপি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এ দেশের সংবিধানের অন্যতম মূলনীতি হল ধর্ম নিরপেক্ষতা। তাই সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাঁদের ধর্ম-কর্ম পালন করে থাকেন। ধর্ম নিরপেক্ষতার আদর্শে উদ্ভাবিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক সােনার বাংলা প্রতিপাদ্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শুক্রবার (৫ মার্চ) বিকেলে লোহাগাড়া উপজেলা কর্মজ্যোতি জিনানন্দ মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় দল-মত-ধর্ম নির্বিশেষে সকলের অংশগ্রহণ আবশ্যক। এদেশের উন্নয়ন অভিযাত্রায় সকল সম্প্রদায়ের পাশাপাশি বৌদ্ধ ধর্মীয় জনগােষ্ঠী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে।

তিনি আরও বলেন, কর্মজ্যোতি জিনানন্দ মহাথের’র প্রয়াণ সমগ্র বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এক অপূরণীয় ক্ষতি। এ রকম একজন আত্মত্যাগী এবং মানবতার প্রতিভূ ভিক্ষুর বিদায় বড়ই বেদনাদায়ক। মহামানব গৌতম বুদ্ধের বাণীর ধারক-বাহক ও থেরাস আদর্শের প্রতীক কর্মজ্যোতি জিনানন্দ মহাথের’র অসাম্প্রদায়িক চেতনাসমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অত্যুজ্জ্বল ভূমিকা রেখেছেন।

মো ফরিদুল হক খান বলেন, তিনি গৌতম বুদ্ধের অহিংস বাণীকে ধারণ করে সমাজ সর্মকে আলােকিত করেছেন। তিনি উত্তরবঙ্গের ক্ষুদ্র নৃগােষ্ঠী। বৌদ্ধ সম্প্রদায়ের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করেছেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং এমপি। স্বাগত বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জাফর আলম এমপি, ওয়াসিকা আয়শা খান এমপি, মনোরঞ্জন শীল গোপাল এমপি প্রমুখ।

আবদুল করিম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর