রোহিঙ্গা ক্যাম্প থেকে শিশুর মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে নিখোঁজের তিন দিন পর শাহিনা নুর (৮) নামে এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করেছে (এপিবিএন) পুলিশ সদস্যরা।

শুক্রবার (৫ মার্চ) বিকালে টেকনাফ নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সি ব্লকের পশ্চিমমাথা পাহাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শিশু শাহিনা নুর ঐ ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা মো. জোবাইরের কন্যা। সে গত ৩ দিন পূর্বে ক্যাম্প থেকে নিখোঁজ হয়েছিল।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কক্সবাজার-১৬ এর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১লা মার্চ ক্যাম্পের ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয় শাহিনুর। তাকে সম্ভাব্য জায়গায় খোঁজ করেও পাওয়া যায়নি।

আজ বিকালে শিশুটির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

রফিক মাহমুদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর