সমালোচনার মুখে দীঘির প্রথম সিনেমা

শিশুশিল্পী হিসেবে পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে তার। আগামী ১২ মার্চ মুক্তি পাচ্ছে দীঘি অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুই নাই’। এটি পরিচালনা করেছেন দেশের সর্বাধিক সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

বৃহস্পতিবার (৪ মার্চ) প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। সিনেমাটিতে পারিবারিক দ্বন্দ্ব ও ত্রিভুজ প্রেমের গল্প বলার চেষ্টা করা হয়েছে। কোন নতুনত্ব নেই। কিন্তু সিনেমাটি মুক্তির আগেই ট্রেলার দেখে শুরু হয়েছে নানা সমালোচনা। নির্মাণ ও অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শক।

কিন্তু ট্রেইলার প্রকাশের পর সেই ভিডিও দেখে অনেকেই সমালোচনামূলক মন্তব্য করেছেন। মন্তব্যে কেউ কেউ এটিকে ২০২১ সালে সেরা কৌতুক হিসেবে দেখছেন। আবার কেউ এটি দেখে তাদের কাছে যাত্রা পালা মনে হয়েছে। এমন কি নির্মাতার নির্মাণ নিয়েও উঠেছে প্রশ্ন। কারণ দেশের সর্বাধিক সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু এসময়ে এসে এমন সিনেমা উপহার দিবেন তা কেউ মেনে নিতে পারছেন না।

এর আগে সিনেমাটির বেশ কয়েকটি পোস্টার প্রকাশ পায়। যা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা করতে দেখা গেছে। যদিও দীঘি সবকিছুর বাইরে সিনেমাটি নিয়ে বেশ আশাবাদি। তার বক্তব্য- দর্শক তাকে ভালোবেসে তার প্রথম সিনেমা গ্রহণ করবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর