পাংশায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করলেন ইউএনও

রাজবাড়ী পাংশার সরিসা ইউপির বড়-বনগ্রামে বৃহস্পতিবার আগুন লাগার স্থান পরিদর্শন ও বিভিন্ন সহায়তা প্রদান করেছেন ইউএনও মোহাম্মদ আলী।

বুধবার (৩ মার্চ) মধ্যরাতে বড় বনগ্রাম শাহ্পাড়া মৃতঃ হোসেন শাহ্’র ছেলে দিন মজুর আতিয়ার শাহ্ এর বাড়িতে আগুন লেগে গরু ছাগলসহ ৪টি ঘর পুরে ছাই হয়ে যায়। সব কিছু পুরে যাওয়াতে নিঃশ্ব হয়ে পরে পরিবারটি। সংবাদ পেয়ে বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যার পর ঘটনাস্থলে ছুটে যান মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী।

ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেয়াসহ চাল, ডাল, চিরা, মুড়ি, তেল, মোমবাতি, দেয়াশলাই ও কম্বলসহ বিভিন্ন সহায়তা প্রদান করেন।

এছাড়াও যথাযত আবেদন পক্রিয়ার মাধ্যমে উপজেলা প্রশাসন হতে ঢেউটিন ও নগদ অর্থসহ সম্ভাব্য অন্যান্য সহায়তারও আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, মোঃ হেকমত আলী, উপ-সহকারি প্রকৌশলী উপজেলা প্রকল্প কর্মকর্তা, সরিসা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউপি সাধারন সম্পাদক আব্দুস সোবাহান, ইউপির ৯ নং ওয়ার্ড সদস্য জিয়াউর রহমান প্রমূখ।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর