মাফিয়া সরকারের মাথা বিগড়ে গেছে: রিজভী

কারান্তরীন লেখক মুশতাক আহমেদের মৃত্যুসহ নানা ইস্যুতে দেশ-বিদেশের মানুষজন যেভাবে এই মাফিয়া সরকারের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে তা দেখে সরকারের মাথা বিগড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) নয়পল্টনে দলীয় কার্যালয়ে আয়জিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, দেশে পরিবর্তনের ঝড়ো বাতাস বইতে শুরু করেছে। মসনদ ধুলোতে লুটোপুটি খেতে থাকবে। মানুষ এখন রাস্তায় নামতে শুরু করেছে। পুলিশ দিয়ে বিক্ষোভ-প্রতিরোধ দমানো যাবে না।

তিনি বলেন, সরকারের মাথা বিগড়ে যাওয়ায় আরো বেশী বেপরোয়া হয়ে বিরোধী দল ও বিপরীত চিন্তার মানুষের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছে। বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুমের উগ্রগতি চারিদিকে দৃশ্যমান।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, স্বেচ্ছাসেবক দলের সহ- সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুজ্জামান শিমুল উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর