প্রতিমার হাত-বুক-মাথা ভেঙে দিলো দুর্বৃত্তরা

কুড়িগ্রামের চিলমারীতে কালীমন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ মার্চ) রাতে উপজেলার মুদাফৎ থানা সরকারপাড়া সর্বজনীন কালীমন্দিরে এ ঘটনা ঘটে। ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ও পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এম রায়হান শাহ জানান, এই মন্দিরের দরজা খুলে মন্দিরের ভিতরে থাকা মূর্তিগুলোর হাত, বুক, মাথা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা।

স্থানীয়দের সূত্র থেকে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে মন্দিরের সামনে এসে তারা মূর্তিগুলো ভাঙা দেখতে পান।

উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যপরিষদ সভাপতি শ্রী কর্ণ রায় বলেন, একটি মন্দিরের তালা ভেঙে কে বা কারা রাতের অন্ধকারে মূর্তিগুলোর ক্ষতি করেছে। পুলিশের কাছে দুর্বৃত্তদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছি।

জেলা প্রশাসক মো. রেজাউল করিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের লোকজনকে শান্ত থাকার এবং দোষীদের আইনের অধীনে এনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর