মিয়ানমারে সেনাবিরোধী আন্দোলন: ৩ পুলিশ পালিয়ে ভারতে

সেনাবাহিনীর হাতে রাষ্ট্রক্ষমতা থাকা মিয়ানমারে চলছে জনবিক্ষোভ। প্রায় প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর গুলিতে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। এরই মাঝে দেশটির ৩ পুলিশ সদস্য নিজ দেশ থেকে পালিয়ে পাশের মিজোরাম রাজ্য পার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীর আদেশ থেকে বাঁচতে তারা পালিয়ে এসেছেন। তাদের পক্ষে জনতার ওপর গুলি চালানো সম্ভব না। তারাও চায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। পালিয়ে আসা তিনজনই পুলিশ কনস্টেবল হিসেবে চাকরি করতেন।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিনে এক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করতে দেশটির সেনাবাহিনী। এর পর থেকে সারাদেশ জুড়েই ছড়িয়ে পড়েছে সহিংস আন্দোলন। এই পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অর্ধ শতাধিক মানুষ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর