করোনায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত পিএসএল

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) হানা দিয়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত ৭ জন খেলোয়াড় এবং একজন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে এবার টুর্নামেন্টের বাকি সব ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টুর্নামেন্টটির জন্য তৈরি করা বায়ো-বাবল বা জৈব সুরক্ষা বলয় কেউ মানছে না। যে কারণে আক্রান্তের হার বেড়েই চলেছে। আসরের জৈব সুরক্ষা বলয় নিয়ে প্রথম প্রশ্ন জাগে পেশোয়ার জালমিকে ঘিরে।

দলের কোচ ড্যারেন স্যামি ও অধিনায়ক ওয়াহাব রিয়াজ প্রটোকল ভেঙে ফ্র্যাঞ্চাইজির মালিকের সঙ্গে দেখা করেন। এরপর নির্দেশনা না মেনে দলের বাকি ক্রিকেটারদের সঙে দলে ফেরেন তারা। এছাড়াও অনেক ক্রিকেটারের পরিবার নিয়ম না মেনে বলয়ে প্রবেশ করার অভিযোগ পাওয়া গেছে।

গত সোমবার প্রথম ক্রিকেটার হিসেবে করোনায় আক্রান্ত হন ফাওয়াদ আলম। এরপর থেকে এই সংখ্যাটা বেড়েই যাচ্ছে। নতুন করে টম ব্যান্টন ও লুইস গ্রেগরি করোনায় আক্রান্ত হয়েছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর