বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো সরাসরি দেখবেন যেভাবে

তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি দেখা যাবে র‌্যাবিটহোল ওয়েবসাইটে। এছাড়াও তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেখা যাবে ম্যাচগুলো।

আগামী ২০ মার্চ ডুনেডিনে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে ম্যাচটি। সিরিজের বাকি দুইটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ক্রাইস্টচার্চে ২৩ ও ওয়েলিংটনে ২৬ মার্চ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু সকাল ৭টায়।

এরপর আগামী ২৮ মার্চ হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে। সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে নেপিয়ারে ৩০ মার্চ ও অকল্যান্ডে ১ এপ্রিল। ম্যাচগুলো বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর