নরেন্দ্র মোদির সফর চূড়ান্ত করতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

একদিনের সফরে বৃহস্পতিবার(৪ মার্চ) ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সুব্রামানিয়াম। নরেন্দ্র মোদির সফরের বিষয়াবলি চূড়ান্ত করতে আজ সকাল ১০টায় বিশেষ বিমানে ঢাকায় আসবেন তিনি।

সফরের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। দুপুর সাড়ে ১২টায় করবেন সংবাদ সম্মেলন।

আলোচনায় আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে। করোনার কারণে ২ দেশের আমদানি-রপ্তানির ক্ষতি পোষাতে স্থলবন্দরগুলো আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হতে পারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাত করবেন।

জয়শঙ্করের সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, নরেন্দ্র মোদির সফরে আলোচ্য বিষয়গুলো চূড়ান্ত করতে জয়শঙ্কর ঢাকায় আসছেন।

এছাড়া কানেকটিভিটি, বাণিজ্য, আঞ্চলিক সহযোগিতা, করোনায় সৃষ্ট স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট মোকাবিলাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে। অমীমাংসিত ইস্যুগুলো, বিশেষ করে পানির বিষয়টি গুরুত্ব পাবে। মোদির ঢাকা সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা ও সমঝোতা স্মারক সই হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর