এবার বিশ্ব সুন্দরী প্রতিযোগীতায় হিজড়ারা!

চলতি বছর থেকে দ্য মিস পানামা অর্গানাইজেশনের উদ্যোগে আয়োজিত সুন্দরী প্রতিযোগিতায় হিজড়া জনগোষ্ঠীর লোকজনও সুযোগ পাবেন। এজন্য যারা আইনি ও চিকিৎসার কাজ সম্পন্ন করেছেন তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে।

মিস পানামা নামের এই অর্গানাইজেশনটি বিশ্ব সুন্দরী প্রতিযোগীতায় মডেলদের অংশ নেওয়ার জন্য তাদের দেশ থেকে প্রতিনিধি নির্বাচন করে থাকে।

দেশটির এই সংস্থা জানায়, ব্যাপক আলোচনা শেষে ও মিস ইউনিভার্স সংস্থার আইন অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে নারী হিসেবে বৈধ স্বীকৃতি যাদের রয়েছে এবং যারা আইনি ও চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করেছে তাদের জন্য মিস পানামা প্রতিযোগিতার দরজা উন্মুক্ত।

মঙ্গলবার এই সংস্থার প্রেসিডেন্ট সিজার আনিল রদ্রিগুয়েজ জানান, তার দেশ হিজড়া নারী বিষয়ে মিস ইউনিভার্স আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে ২০১৮ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথম হিজড়া নারী অ্যাঙ্গেলা পন্স স্পেনের প্রতিনিধি হিসেবে অংশ নেন। সূত্র: এনডিটিভি

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর