সড়ক দুর্ঘটনায় মেয়রের স্ত্রী-সন্তানসহ নিহত ৩

ফরিদপুরের নগরকান্দায় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে নগরকান্দা পৌরসভার নবনির্বাচিত মেয়র নিমাই চন্দ্র সরকার ও তার পরিবারবর্গকে বহনকারী একটি মাইক্রোবাসের।

এতে মেয়রের স্ত্রী ও ছেলেসহ নিহত হয়েছেন ৩ জন। গুরুতর আহত মেয়র নিমাই চন্দ্র সরকারসহ আহত ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাইলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, মেয়র নিমাই চন্দ্র সরকারের স্ত্রী সঞ্চিতা সরকার (৪৫), তার ছেলে গোবিন্দ চন্দ্র সরকার (২৫) ও মেয়রের সঙ্গী কামাল হোসেন (২৭)।

জানা যায়, পারিবারিক একটি কাজে ভাঙ্গা উপজেলায় গিয়েছিলেন মেয়র ও তার লোকজন। সেখান থেকে মাইক্রোবাসে করে ফেরার পথে কাইলার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মেয়রের স্ত্রী ও সঙ্গী।

আহত অবস্থায় গোবিন্দ চন্দ্রকে হাপাতালে নেওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর