আপনার পিতার বাণীটা স্মরণ করিয়ে দিতে চাচ্ছি: প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে কাউকে দাবিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও উদ্দেশ করে বলেন, ‘আপনার পিতার বাণীটা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি।’

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পদযাত্রা আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। সেখানে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘২৬ মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না করলে সব ব্যারিকেড ভেঙে এগিয়ে যাবে দেশের নাগরিক সমাজ।’

প্রেসক্লাবে সমাবেশে তিনি বলেন, ‘চতুরদিকে তাকিয়ে দেখুন। ক্রমেই জনগণ জাগছে। আজকে মুশতাক মারা গেছে। এতে বিচারপতির মনে একটু সাহস তৈরি হয়েছে। তিনি আজ কিশোরকে বেইল (জামিন) দিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি। উনার বিবেকে নাড়া লেগেছে। উনাকে ধন্যবাদ জানাচ্ছি।’

প্রেস ক্লাবের সামনে উপস্থিত পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা জানি আপনারা কত লাখ টাকা দিয়ে পুলিশ বাহিনীতে যোগদান করেছেন। কিন্তু আজ আমাদের কারও হাতে ইট নেই, পাথর নেই, লাঠি নেই। আমরা নিরস্ত্র, আমরা সাধারণ নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে চাই। আপনারা আমাদের নিরাপত্তা দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেবেন।’

সমাবেশে ড. কামাল হোসেন এবং শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর বক্তব্য দেয়ার কথা থাকলেও তারা উপস্থিত হতে পারেননি। তাদের দেওয়া লিখিত বক্তব্য পাঠ করা হয়।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর