হজে যাওয়ার আগে নিতে হবে করোনার টিকা

চলতি বছর হজে যাওয়ার আগে সবাইকে করোনার টিকা নিতে হবে বলে নির্দশনা দিয়েছেন সৌদি আরব সরকার। একইসাথে হজের সাথে সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মীকেও নিতে হবে এই টিকা।

মঙ্গলবার (২ মার্চ) সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়াহ হাজিদের জন্য করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করে এই নির্দেশনা দিয়েছেন।

প্রকাশিত এক প্রজ্ঞাপনে তিনি বলেন, হজ মৌসুমে যারা মক্কা ও মদীনায় স্বাস্থ্যসেবার কাজে নিয়োজিত থাকবেন তাদেরকে আগে থেকেই সুরক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য হজ ও ওমরাহের আগে আগে একটি কমিটি গঠন করা হবে। যেটার মাধ্যমে সংশ্লিষ্ট সবার টিকা নিশ্চিত করা যায়।

একইদিন সৌদি স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র ড. মোহাম্মদ আল আব্দুল্লাহ আলী বলেন, যারা করোনাভাইরাসের টিকা নেবেন না, তারা হজ পালন করার অনুমতি পাবেন না।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর