সিরাজগঞ্জে রাস্তায় নেই বাস, ভোগান্তিতে মানুষ

সিরাজগঞ্জে সিএনজি চালিত অটোরিকশা ও বাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৩ মার্চ ২১) সকাল থেকে শহরের পৌর টার্মিনাল ও কাউন্টার থেকে কোনো বাস ছাড়েনি। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার সরেজমিনে গেলে জানা যায়, বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে আহত হন বেশ কয়েকজন শ্রমিক। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই জের ধরে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি।

কয়েকজন শ্রমিক নেতারা বলছেন মঙ্গলবার রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কারণ দেখিয়ে বাস চলাচল বন্ধ রেখেছিলো মালিক সমিতি। তবে ওই দিন সিরাজগঞ্জ-রাজশাহীগামী বাস চলাচল বন্ধ থাকলেও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছিল।

এ প্রসঙ্গে জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুলতান শেখ মুঠোফোনে বলেন, সিএনজি চালিত অটোরিকশার শ্রমিকরা ইচ্ছাকৃতভাবে বাস শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এই হামলার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস ধর্মঘট চলবে।###

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর