মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক ১৩

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে নারী-পুরুষ ও দালালসহ ১৩ জন বাংলাদেশীকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।

বুধবার ভোর রাতে ওই উপজেলার সোলেমানপুর গ্রামের পাকারাস্তা উপর থেকে তাদেরকে আটক করে।

দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন, মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান।

আটককৃতরা ঢাকা, চাঁদপুর, হবিগঞ্জ, বাগেরহাট ও বগুড়া জেলার বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহেশপুর সীমান্ত দিয়ে বেশকিছু বাংলাদেশী ভারতে প্রবেশ করছেন। এসময় ওই এলাকায় অভিযান চালিয়ে দালালসহ ১৩ জনকে আটক করা হয়।

এ ঘটনায় মহেশপুর থানায় তাদের নামে মামলা দায়ের করা করেছে।

খাইরুল ইসলাম নিরব/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর