বরিশালে পুলিশি নির্যাতনে আইনজীবী হত্যার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

বরিশালে পুলিশের নির্যাতনে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিম ওরফে রেজার (৩০) মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলা বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রেজাউল করিমের বাবার আবেদন নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ আজ বুধবার (৩ মার্চ) এ আদেশ দেন।

আদালত বলেছেন, আইনে যেহেতু সুযোগ আছে সেহেতু আবেদনকারী সেই সুযোগ পেতে পারেন। এ কারণে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়া হলো।

বরিশাল নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক মহিউদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ঐ মামলা করেন রেজাউলের বাবা ইউনুস মুন্সি। পরে ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি তদন্তের ভার পিবিআইকে নির্দেশ দেন। ঐ আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শিশির মো. মনির ও রাষ্টপক্ষে ডিএজি সারওয়ার হোসেন বাপ্পী শুনানি করেন।

গ্রেফতারের পর রেজাউলকে পিটিয়ে ও নির্যাতন করে হত্যা করেন ডিবির এসআই মহিউদ্দিন।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর