বাংলাদেশর জন্য দারুন সুখবর!

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপে প্রতি ম্যাচেই যেন দুই দলের এক প্রতিপক্ষ হয়ে উঠেছে বেরসিক বৃষ্টি। ব্রিস্টলে বৃষ্টির কারণে শ্রীলংকার বিপক্ষে দ্বাদশ বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ। ফলে লংকানদের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয় টাইগারদের।

পরবর্তী ম্যাচে বৃষ্টির শংকা মাথায় নিয়ে গতকাল টনটনে পৌঁছেছে মাশরাফি বাহিনী। টনটনের আকাশে সূর্য দেখা দিলেও সন্ধ্যার কিছু সময় আগে বৃষ্টির দেখা মিলে। পাশাপাশি কনকনে ঠান্ডা বাতাস।

এদিকে, আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যাবে?

এ বিষয়ে আবহাওয়া পূর্বাভাস বলছে, আগামী ১৭ জুন টনটনে বৃষ্টির সম্ভাবনা কম। ৩০ শতাংশ বৃষ্টির হবার সম্ভাবনা থাকবে।

আবহাওয়া পূর্বাভাসের বরাত দিয়ে বিবিসিও একটি প্রতিবেদনে বলেছে, ১৭ জুন থেকে ইংল্যান্ডে বৃষ্টির প্রভাব কমে আসবে। ওই সময় তাপামাত্রাও বেড়ে যাবে। আর ২৩ জুনের পর বৃষ্টি প্রভাব না থাকার সম্ভাবনাই বেশি। অর্থাৎ, ২৩ জুনের পর বিশ্বকাপের বাকি ম্যাচগুলো বৃষ্টির বাধা ছাড়াই শেষ করা যাবে।

অবশ্য গতকাল টনটনে বৃষ্টি না থাকায় বেশ ভালোভাবেই শেষ হয়েছে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচটি। এই ম্যাচে ৪১ রানে জয় পায় অসিরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর