মোদীর সফরে বাণিজ্য সহযোগিতার গুরুত্ব পাবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে বাণিজ্য, কানেক্টিভিটি ও করোনা মহামারি পরবর্তী সময়ের সহযোগিতা নিয়ে আলোচনা হবে। বন্ধু রাষ্ট্র ভারত থেকে প্রচুর কাঁচামাল আসে আমাদের দেশে। দু‘দেশের মালামাল আমদানি রপ্তানিতে বাঁধা দূর করার বিষয়ে আলোচনা হবে এই সফরে।

মঙ্গলবার (২রা মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকে সামনে রেখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর আগামী ৪ মার্চ ঢাকায় আসছেন। তাঁনার এ সফরে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শাহরিয়ার আলম বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সফর শেষেই পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় আসছেন। এজন্য পানির বিষয়টি আমরা সে সময়ের জন্যই রেখে দেই।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, আশা করছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১টি ট্রেন সার্ভিস উদ্বোধন হবে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর