সরিষাবাড়ীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, আহত ২

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : জামালপুরের সরিষাবাড়ীতে বজ্রপাতে মাজেদা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৃথক স্থানে চর পোগলদিঘা গ্রামে ও পৌরসভার বীর ধানাটা গ্রামে এ ঘটনা ঘটে । আহতরা হলেন উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামের খালেদা বেগম (৫০) ও পৌর সভার বীর ধানাটা গ্রামের জেকি বেগম (৪৬)। নিহত মাজেদা বেগম উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চরপোগলদিঘা গ্রামের গাজিউর রহমানের স্ত্রী।

জানা যায় , বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতসহ বৃষ্টি হচ্ছিল। এ সময় বৃষ্টির মধ্যে সে তার নিজ বাড়ীর পাশে খোলা মাঠে বেধে রাখা ছাগল আনতে গেলে তার উপর বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তার সারা শরীর জ্বলশে যায় এবং ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। নিহত মাজেদা বেগম পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের গাজিউর রহমানের স্ত্রী বলে জানা গেছে।

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান সামস উদ্দিন মাজেদা বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর