অবৈধ অস্ত্র উদ্ধারে সাতছড়ি উদ্যানে বিজিবির অভিযান চলছে

হবিগঞ্জের অন্যতম পর্যটন কেন্দ্র সাতছড়ি জাতীয় উদ্যানে অবৈধ অস্ত্রের সন্ধানে অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যায় এই অভিযান শুরু হয়।

অভিযানটিতে নেতৃত্ব দিচ্ছেন, বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের হবিগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল সামীউন্নবী চৌধুরী।

রাত সাড়ে ১১টা নাগাদ কি পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে এ বিষয়ে কিছুই জানায়নি বিজিবি। অভিযান শেষ করে গণমাধ্যমকে এ বিষয়ে ব্রিফিং করা হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে ২০১৪ সালের জুন মাসে এই উদ্যানে প্রথম অস্ত্র উদ্ধারে নামে র‍্যাব। সর্বশেষ ২০১৯ সালের ১৪ নভেম্বর পর্যন্ত দফায় দফায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কামান বিধ্বংসী রকেট, রকেট চার্জার, রকেট লঞ্চার, মেশিনগানসহ বিপুল পরিমাণ বুলেট উদ্ধার করা হয়।

বার্তাবাজার।এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর