বিএনপির সমাবেশ শেষে রাজশাহীতে বাস চলাচল শুরু

রাজশাহীতে আবার যানবাহন চলতে শুরু করছে। টানা দু’দিন বাস বন্ধ থাকার পর মঙ্গলবার (২ মার্চ) সন্ধ্যার পর রাজশাহী থেকে বিভিন্ন রুটে বাস চলাচল আবার শুরু হয়েছে।

এর আগে সোমবার (১ মার্চ) সকাল থেকে রাজশাহীতে আকস্মিক পরিবহন ধর্মঘট শুরু হয়। রাজশাহী থেকে জেলা ও আন্তঃজেলার পরিবহন হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। সেই ধর্মঘট মঙ্গলবার পর্যন্ত গড়ায়। এতে বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।

রাজশাহী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী জানান, বগুড়ায় তাদের দুই শ্রমিককে মারধরের কারণে ন্যায়বিচার মেলেনি। সে কারণেই পরিবহন ধর্মঘট। ন্যায়বিচারে দাবি পূরণের আশ্বাস মেলায় পুনরায় যান চলাচলের সম্মতি দিয়েছেন বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা।’

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর