টাঙ্গাইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, হত্যাকারী নারী আটক

টাঙ্গাইলে রঞ্জু মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। মঙ্গলবার (২ মার্চ) বিকেলে সদর উপজেলার মগড়া ইউনিয়নের চরখিদিরপুর দক্ষিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রঞ্জু মিয়া ওই গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ হত্যাকারী নারী আলেয়া বেগমকে আটক করেছে।

জানা যায়, সদর উপজেলার মগড়া ইউনিয়নের চরখিদিরপুর দক্ষিনপাড়া গ্রামে নিহত রঞ্জু ও ওই নারীর বাড়ি। তাদের একই উঠান। মঙ্গলবার বিকেলে তর্কাতর্কির এক পর্যায়ে আলেয়া বেগম বটি দিয়ে রঞ্জুকে উপর্যপুরি কুপিয়ে ফেলে রেখে গা ঢাকা দেয়। তাকে রক্তাক্ত অবস্থায় পালিয়ে যেতে দেখে গ্রামবাসীর সন্দেহ হয়। তারা বাড়িতে এসে দেখে রঞ্জুর রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।

দ্রুত তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাশের গ্রামে অভিযান চালিয়ে হত্যাকারী ওই নারী আলেয়া বেগমকে আটক করে।

নিহত রঞ্জু ও আলেয়া বেগম প্রতিবেশি চাচাতো ভাই বোন। তবে আটককৃত আলেয়া বেগম পুলিশের কাছে বলেছেন রঞ্জু তাকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিত। প্রায় যৌন হয়রানি করতো। ঘটনার দিন দুপুরে তাকে কু প্রস্তাব দেয়। এতে বাঁধা দিলে সে জোর করে। এ কারণে বাধ্য হয়ে তাকে খুন করেছে। তবে প্রতিবেশিরা বলেছে ভিন্ন কথা।

রঞ্জু ও আলেয়া বেগমের সাথে টাকা লেনদেনের একটি বিষয় ছিল। আলেয়া বেগম রঞ্জুর কাছে টাকা পেত। সেই টাকা চাইতে গেলে রঞ্জু টালবাহানা করতো। ওই টাকা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে আলেয়া বটি দিয়ে কুপিয়ে রঞ্জুকে হত্যা করে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বার্তা বাজারকে জানান, হত্যাকারী ওই নারীকে আটক করা হয়েছে। আটককৃত ওই নারী ও গ্রামবাসীর বক্তব্য যাচাই বাছাই করা হচ্ছে। কেন কি কারণে এই হত্যাকান্ড ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

হাসান সিকদার/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর