ছেলে ফিরে আসার অপেক্ষায় ওয়াহিদ ম্যানশনে বসে থাকেন তিনি!

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনার ১ মাস পার হয়ে গেল । ওই ঘটনায় নিহতদের মধ্যে একজন ওয়াসির উদ্দিন। তার ফিরে আসার অপেক্ষায় এখনো সেখানে বসে থাকেন বৃদ্ধ পিতা মোহাম্মদ নাসির উদ্দিন।

বুধবার (২০ মার্চ) দুপুর একটার দিকে চেয়ার নিয়ে ওয়াহিদ ম্যানসনের একটি সরু গলির মুখে চেয়ার পেতে বসে থাকতে দেখা যায় নাসির উদ্দিনকে। এক দৃষ্টিতে ওয়াহিদ ম্যানশনের দিকে তাকিয়ে বিড়বিড় করে কী যেন বলছেন।

স্থানীয়রা জানান, ওয়াহিদ ম্যানসনে অগ্নিকাণ্ডের ঘটনায় নাসির উদ্দিনের একমাত্র উপার্জনক্ষম ছেলে ওয়াসির উদ্দিন মারা যান। এরপর থেকে প্রায় প্রতিদিনই নিয়ম করে চেয়ার পেতে গলির মুখে বসে ওয়াহিদ ম্যানশনের দিকে তাকিয়ে থাকেন নাসির উদ্দিন।

ছেলে ফিরে আসবে না জেনেও, মহল্লাবাসী কাউকে পেলেই ছেলে ওয়াসিরউদ্দিনের ফিরে আসার স্বপ্নের কথা জানান এই বৃদ্ধ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর