এ বাজেট মানুষের পকেট কাটার বাজেট

ডেস্ক রিপোর্ট: ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর ও মানুষের পকেট কাটার বাজেট বলে আখ্যা দিয়েছেন বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। দলের এই স্থায়ী কমিটির সদস্য বলেছেন, যেভাবে জনগণ গত নির্বাচন গ্রহণ করেনি, তেমনি এই বাজেটও গ্রহণ করবে না।

আজ বৃহস্পতিবার সংসদে উপস্থাপিত বাজেট প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির নেতা। এর আগে একাদশ সংসদে প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।

আমীর খসরু বলেন, ধনী ও সুবিধাভোগী শ্রেণীর কথা চিন্তা করেই প্রস্তাবিত বাজেট দেয়া হয়েছে। এতে সাধারণ মানুষের কোনো উপকার হবে না। প্রস্তাবিত বাজেটের মাধ্যমে সাধারণ মানুষের ওপর নতুন করে ঋণ ও করের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে।

দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র বাংলাদেশে শাসন পরিচালনায় অনির্বাচিত সরকার- এমন দাবি করে বিএনপির নেতা বলেন, ‘এই অনির্বাচিত সরকারের বাজেট দেয়ার নৈতিক অধিকার নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা জনগণের কাছে দায়বদ্ধও নয়।’

‘দেশের অর্থনীতি কিছুসংখ্যক মানুষের কাছে জিম্মি হয়ে গেছে। তারা বাজেট প্রণয়ন করছে। তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করছে। আবার তারাই সরকার পরিচালনা করছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘সামষ্টিক অর্থনীতি নষ্ট হয়ে গেছে। এখন ঋণনির্ভর বাজেট দিতে হচ্ছে। এখন যে এক মিলিয়নের বাজেট তিন মিলিয়ন দেয়া হচ্ছে এই টাকা আমার-আপনার পকেট থেকেই নেয়া হবে। করের মাধ্যমে, ভ্যাটের মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে এই টাকা সরকার মানুষের পকেট কেটে নেবে।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর