ভুয়া সনদধারী দুই ‘মুক্তিযোদ্ধা’ কারাগারে

সিরাজগঞ্জে ভুয়া সনদ তৈরী করে নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করা দুই ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার (১ মার্চ) দুপুরে জেলা জজ আদালতের বিচারক ফজলে খোদা মোহাম্মদ নাজির এই নির্দেশ দেন।

অভিযুক্ত ওই দুই ব্যক্তি হলেন, শাহজাদপুর উপজেলার আগনুকালি গ্রামের মৃত হাফেজ শেখের ছেলে আবদুল শুকুর সেখ ও বেলকুচি উপজেলার ধুলঘাগড়াখালী গ্রামের মৃত গফুর সরকারের ছেলে আজাহার আলী।

দায়েরকৃত মামলা সুত্রে জানা যায়, জেলার শাহজাদপুর উপজেলার আগনুকালি গ্রামের মৃত হাফেজ শেখের ছেলে আবদুল শুকুর সেখ ও বেলকুচি উপজেলার ধুলঘাগড়াখালী গ্রামের মৃত গফুর সরকারের ছেলে আজাহার আলী নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৪ সালের ৬ নভেম্বর পুলিশ বাদী হয়ে মামলা করে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিরাজগঞ্জ জজ কোর্টের পিপি আবদুর রহমান।

তিনি বলেন, শুকুর ও আজাহার আদালতে হাজির হয়ে জামিন চান। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর