হেপাটাইটিস বি ঠেকাতে পুলিশের ভ্যাক্সিন ক্যাম্পেইন

“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এ মূলমন্ত্রকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে ৪র্থ ধাপে হেপাটাইটিস “বি” ভ্যাক্সিন (বুস্টার ডোজ) ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ মার্চ) পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল আলাউদ্দিন ড্রিলসেড হল রুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়৷

উক্ত ক্যাম্পেইন উদ্বোধন করেন পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম। পরে জেলা পুলিশের সকল সদস্যকে বিনামূল্যে ৪র্থ ধাপে হেপাটাইটিস “বি” ভ্যাক্সিন (বুস্টার ডোজ) প্রদান করা হয়। এর আগে ৩ ডোজ হেপাটাইটিস “বি” ভ্যাকসিন গ্রহণ করেছিলো পুলিশ সদস্যরা৷

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোছাঃ ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শরাফত ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও ভ্যাকসিন গ্রহণকারী পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পেইনে কারিগরী সহযোগিতায় ছিলেন ইনসেপ্টা ফার্মাসিটিক্যাল লিমিটেড।

এম এ মালেক/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর