পন্টিংয়ের রেকর্ড ভাঙার অপেক্ষায় কোহলি

আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৪ মার্চ চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই ম্যাচে দারুণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

শেষ টেস্টে সেঞ্চুরি হাঁকাতে পারলেই অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়বেন তিনি। অধিনায়ক হিসেবে ৪১টি সেঞ্চুরি নিয়ে অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের পাশে রয়েছেন কোহলি।

অধিনায়ক হিসেবে ৪১টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন পন্টিং। এবার তাকে ছাড়িয়ে এই রেকর্ড নিজের করে নেওয়ার অপেক্ষায় আছেন কোহলি। অস্ট্রেলিয়াকে ৩২৪টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন পন্টিং। করেছেন ১৫ হাজার ৪৪০ রান।

অন্যদিকে ভারতকে ১৮৮ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। অধিনায়ক হিসেবে কোহলির রান ১১ হাজার ৮১১। তবে ব্যাটসম্যান হিসেবে কোহলি ৪৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর