টেস্ট অভিষেকেই লজ্জার দুই রেকর্ডে নাম লেখালেন আফগান ওপেনার

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামে আফগানিস্তান-জিম্বাবুয়ে। এই ম্যাচে অভিষেক হয়েছে দুই দলের মোট চারজনের খেলোয়াড়ের। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান।

ব্যাট করতে নেমে দুই লজ্জার রেকর্ডে নাম লেখায় আফগান অভিষিক্ত ওপেনার আব্দুল মালিক। টেস্ট অভিষেকের প্রথম বলেই ব্লেসিং মুজারাবানির বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন মালিক।

এতে দুই দলের মধ্যকার প্রথম কোন টেস্টে প্রথম বলেই আউট হওয়া তৃতীয় ব্যাটসম্যান বনে যান তিনি। এর আগে ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার জিমি কুক ও ২০০২ সালে বাংলাদেশের হান্নান সরকার প্রথম বলেই আউট হয়েছিলেন। এবার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এ তালিকায় নাম লেখালেন তিনি।

এছাড়াও টেস্ট অভিষেকে প্রথম বলে আউট হওয়া তৃতীয় ব্যাটসম্যান মালিক। এর আগে ১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার জিমি কুক ও ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক অভিষেক টেস্টে প্রথম বলেই সাঝঘরে ফিরেছিলেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর