বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশের গাড়িতে আগুন ধরাতে বলল নুর

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো পুলিশের গাড়ি দেখলেই তাতে আগুন ধরিয়ে দেওয়ার জন্য ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুর।

সোমবার (১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও কারাগারে মুশতাকের মৃত্যুসহ ৪ দফা দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন।

নুর বলেন, আমি আমার ছাত্র-ভাই বন্ধুদেরকে বলবো, পরবর্তীতে যদি পুলিশের গাড়ি এখানে থাকে আগুন ধরিয়ে দিবেন। হামলার পর যদি মামলা দেওয়া হয়, আপনারা বলবেন, ডাকসুর ভিপি নুরের গরজে আগুন দিয়েছি। ক্যাম্পাসে পুলিশের গাড়ি থাকবে কেন? এটা কি ক্যান্টনমেন্ট?

তিনি আরও বলেন, যেকোনো সংকটে সারা দেশের মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে থাকে। এক সময় এমপি-মন্ত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে পায়ের ধুলো নিতেন। আর এখন শিক্ষককেরা পদের জন্য এমপি-মন্ত্রীদের কাছে ধন্না দেয়। এটা আমাদের জন্য লজ্জার। দলীয়করণ করতে করতে রাষ্ট্রের সকল কাঠামোকে আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর