কারমাইকেল কলেজের শিক্ষার্থী রুবাইয়াকে অপহরণের পর হত্যার অভিযোগ

রংপুর কারমাইকেল কলেজের বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুবাইয়া ইয়াসমিন রিমুকে তুলে নিয়ে গিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই যবকের বিরুদ্ধে। সোমবার (১ মার্চ) নীলফামারী সদরে এই ঘটনা ঘটে।

রিমুর পরিবার বার্তাবাজারকে জানান দীর্ঘদিন ধরে কলেজ বন্ধ থাকায় টিউশনি করাতো সে। বরাবরের মত সোমবার (১ মার্চ) সকালে নিজ বাড়ি নিলফামারী সদরের কচুকাটা থেকে পায়ে হেটে টিউশনি করাতে যাচ্ছিলো রিমু। এসময় তার পথরোধ করে স্থানীয় ফয়সাল ও রিজভী নামে দুই যুবক জোর করে তাকে মোটরসাইকেলে তুলে জলঢাকার দিকে নিয়ে যাওয়য়ার চেষ্টা করে।

কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা জানতে পারেন রিমু চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। পরে পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে জানতে পারে কে বা কারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিমুকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিমুর ভাই বার্তাবাজাকে জানান, দীর্ঘদিন ধরে ফয়সাল রিমুকে উত্যক্ত করে আসছিলো। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তিনি প্রতিবাদ করেন এবং ফয়সালের সাথে তার ঝগড়াও হয়। তারই জের ধরে আজ রিমুকে তুলে নিয়ে গিয়ে নির্মম ভাবে মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।

অভিযুক্ত ফয়সাল কচুকাটা ইউনিয়নের আব্দুল্লাহ হোসেনের পুত্র এবং তার বন্ধু রিজভী একই এলাকার জাহিদুল হোসেন মাষ্টারের পুত্র৷ তারা দুজননেই রিমুর প্রতিবেশি ছিলেন।

রাত সাড়ে ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রিমুর মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ছিলো। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

রকি আহমেদ/বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর