“পদ্মা সেতুর সাথেই শরীয়তপুরে চার লেনের যোগাযোগ শুরু হবে”

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, যেদিন থেকে পদ্মা সেতু চালু হবে সেদিন থেকেই শরীয়তপুরের সাথে চার লেনের যোগাযোগ চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা রয়েছে এর পরপরই মেঘনা নদীতে টার্নেল অথবা সেতু তৈরী করে সারা বাংলাদেশকে সড়ক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হবে।

সোমবার (১লা মার্চ) পদ্মা সেতুর লেন্ডিং পয়েন্ট জাজিরা উপজেলার টোল পয়েন্টের নিকটবর্তী চৌরাস্তা থেকে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সকল জেলার সাথে শরীয়তপুর জেলার রেল যোগাযোগ স্থাপিত হবে। শরীয়তপুর হবে একটি উন্নত জেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে খুব শিঘ্রই এসব পরিকল্পনা বাস্তবায়ন হবে।

বাংলাদেশ সেনাবাহিনী জাজিরা সেনানিবাস, শরীয়তপুর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, ৯৯ কম্পোজিট বিগ্রেডের বিগ্রেডিয়ার জেনারেল কামরুল হাসান, বে-গ্রুপের জেনারেল ম্যানেজার মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান, জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী সিকদারসহ বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন পৌরসভার মেয়র, মুক্তিযোদ্ধাগণসহ ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ।

এর পরে অতিথিগণ পায়রা অবমুক্ত, বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে শিবচর উপজেলার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

আসাদ গাজী/বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর