আলজাজিরা নাটক লিখেছে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে যুক্তরাষ্ট্রের কিছু গণমাধ্যম পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে আল জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামের প্রতিবেদন প্রসঙ্গে নানান প্রশ্ন করেন। তখন তিনি জানিয়েছেন, আল জাজিরা একটা নাটক লিখেছে। তবে নাটকে তথ্যের ভুলের পরিমাণ খুবই বেশি।

সোমবার (১ মার্চ) সচিবালয়ের পররাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান তিনি।

ড. মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ও সিনেটরদের সঙ্গে নানা বিষয়ে আলাপ হয়েছে। তবে কেউই আলজাজিরার প্রতিবেদন প্রসঙ্গে কোনো কথা তোলেননি।

তিনি আরও বলেন, ভয়েস অব আমেরিকা, আমেরিকার সময়, আমেরিকা প্রতিদিন, আমেরিকার বাংলাটিভিসহ আরও দু-একটা টিভি এটা নিয়ে প্রশ্ন করেছে। আমরা বলেছি, আলজাজিরা একটা নাটক লিখেছে। তবে তারা নাটকে এত ভুল তথ্য দিয়েছে যে, তা একেবারেই বেমানান।

এর আগে তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে সোমবার দেশে ফিরেন পররাষ্ট্র মন্ত্রী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর