দলীয় কার্যালয় ছাড়লেন কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাটের আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের কার্যালয় ছেড়ে পার্টি অফিস সংলগ্ন পার্শ্ববর্তী ১টি ভবনে ব্যক্তিগত অফিসে উঠেছেন।

সোমবার (১লা মার্চ) দুপুরে উপজেলা আ. লীগের কার্যালয়ের সব মাল-জিনিসি সিয়ে নিজের ব্যক্তিগত কার্যালয়ে চলে যান।

পার্টি অফিস ছেড়ে দেওয়া বিষয়ে উপজেলা আ. লীগের সদস্য ও আলোচিত পৌর মেয়র আবদুল কাদের মির্জা বলেন, উপজেলা আ. লীগের কার্যালয়টি বুঝিয়ে দিয়েছি ঘরের মালিকদের। আমি আজ থেকে আমার ব্যক্তিগত কার্যালয়ে বসবো। সেজন্য আমার কেনা মাল-জিনিসিগুলো নিয়ে এসেছি।

রাজনীতির বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি অপরাজনীতির সঙ্গে নেই। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অফিস কোথায় হবে তা একমাত্র ওবায়দুল কাদের জানেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। তবে তাঁনার নিয়ে যাওয়া মাল-জিনিসি উপজেলা আওয়ামী লীগের নামে ক্রয় করা হয়েছিলো পদ্মা লাইফ ইন্স্যুরেন্স থেকে। উনি (কাদের মির্জা) আওয়ামী লীগের মালামাল ব্যক্তিগতভাবে নিয়ে যেতে পারেন না।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর