টি-টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক চূড়ান্ত করে ফেলেছে অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন অ্যারন ফিঞ্চ। সাম্প্রতিক সময়ে তার নেতৃত্বে ভালো ফল পাচ্ছে না অজিরা। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে গেছে অস্ট্রেলিয়া।

এই দুই ম্যাচে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারেনি ফিঞ্চ। দুই ম্যাচে মাত্র ১৩ রান করেছেন তিনি। এতেই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে দলটির নির্বাচক জর্জ বেইলি এসব নিয়ে ভাবছেন না।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিঞ্চ অস্ট্রেলিয়ার নেতৃত্বে থাকবেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। আগামী অক্টোবরে ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন ফিঞ্চ।

এ প্রসঙ্গে বেইলি বলেন, ফিঞ্চের গড় দুর্দান্ত। সে বর্তমানে দলের অধিনায়ক এবং সামনের বিশ্বকাপে সে-ই দলের নেতৃত্বে থাকবে। ফিঞ্চকে নিয়ে যে আলোচনা হচ্ছে তা আমার কাছে বেহুদা কথাবার্তাই মনে হচ্ছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর