৬ বছর পর ইতিহাসে সবচেয়ে বড় বাজেটে বিএনপি

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদে এবার বাজেট পেশের দিন বিরোধী দল হিসেবে বিএনপি আছে। ছয় বছর পর তারা দেশের ৪৮তম বাজেট পেশের দিন সংসদে উপস্থিত আছে।

আজ বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।

একাদশ জাতীয় সংসদে এবার বাজেট পেশের দিন বিরোধী দল হিসেবে বিএনপি আছে। ছয় বছর পর তারা দেশের ৪৮তম বাজেট পেশের দিন সংসদে উপস্থিত আছে। আজ বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।

দেশের অন্যতম বিরোধী দল বিএনপি সর্বশেষ ২০১৩ সালের বাজেট অধিবেশনে অংশ নিয়েছিল। এরপর গত পাঁচ বছর বিএনপি সংসদে ছিল না। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের জোট হয়ে অংশ নেয়। তাতে তারা ছয়টি আসন এবং জোটের শরিক গণফোরাম দুটি আসন পায়।

নির্বাচনের পর থেকে বিএনপি সংসদে অংশ না নেওয়ার কথা শুরুতে বলে এলেও শেষ মুহূর্তে গিয়ে তারা সিদ্ধান্ত পাল্টিয়ে সংসদে যোগ দেয়। তাদের পাঁচ সাংসদ গত ২৯ এপ্রিল শপথ নেন। এর আগে গণফোরামের দুজন সাংসদ হিসেবে শপথ নিয়েছিলেন। আসন অনুযায়ী বিএনপি একটিমাত্র আসনে সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচন করার সুযোগ পায়। দলটি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে মনোনয়ন দেয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর