বিশ্বে করোনায় ২৫ লাখ ৩০ হাজারের বেশি মানুষের মৃত্যু

সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এখন পর্যন্ত বিশ্বে ২৫ লাখ ৩০ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। ১১ কোটি ৪০ লাখের বেশি আক্রান্ত ও সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৬ কোটি মানুষ।

জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪০ লাখ ৬৫ হাজার ২৩০ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৫ লাখ ৩০ হাজার ৭১২ জন ও সুস্থ হয়েছেন ৬ কোটি ৪৪ লাখ ১৭ হাজার ৮০৮ জন।

করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ২ কোটি ৮৬ লাখ ৫১ হাজার ২৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় দেশটিতে মারা গেছেন ৫ লাখ ১৩ হাজার ৯১ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫ লাখ ৫১ হাজার ২৫৯ জন। মারা গেছেন ২ লাখ ৫৪ হাজার ৯৪২ জন।

মৃত্যুর দিক দিয়ে তিনে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৮৬ হাজার ৯৩৮ জন ও মারা গেছেন ১ লাখ ৮৫ হাজার ৭১৫ জন।

সংক্রমণের দিক দিয়ে দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থতে থাকা ভারতে করোনায় এ পর্যন্ত ১ কোটি ১১ লাখ ১২ হাজার ২৪১ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ১৫৭ জন।

উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৬ হাজার ২১৬ জন ও মারা গেছেন ৮ হাজার ৪০৮ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৬ হাজার ৯২৪ জন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর