যমুনা নদীর চর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর চর থেকে মা এবং মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ ফেব্রুয়ারি) রাতে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের ধারাবর্যা চরের আল আমিনের স্ত্রী শেফালী খাতুন (২২) ও তার ৫ মাস বয়সী শিশু কন্যা আয়েশা।

জানা যায়, শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শেফালী খাতুন কবিরাজি চিকিৎসার কথা বলে সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফিরে আসেনি।

রোববার সন্ধ্যায় পার্শ্ববর্তী শংকরপুর গ্রামের একটি ভুট্টার জমি হতে মা ও মেয়ের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। এরপরে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ দুটি উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ ধারণা করে শনিবার রাতে কোনো এক সময় মা-মেয়েকে হত্যা করে মরদেহ দুটি ভুট্টা ক্ষেতে ফেলে রাখে দুর্বৃত্তরা।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, যমুনা নদীর দুর্গম চরে ঘটনাস্থলে থানা থেকে নৌকা যোগে যেতে তিন ঘণ্টা সময় লাগে। তিনি বলেন, পুলিশ মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মরদেহ নিয়ে পুলিশ থানায় ফেরেনি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর