স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান

গোপালগঞ্জে ২১০ জনকে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদানে বিশেষ অবদানের জন্য যৌথভাবে সম্মাননা প্রদান করেছে শেখ মনি স্মৃতি পরিষদ ও শেখ ফজলে নাইম ব্লাড ব্যাংক গ্রুপ।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় গোপালগঞ্জ শেখ মনি স্টেডিয়ামে এ সম্মাননা প্রদান করা হয়।

মফিজুর রহমান সেতুর সহযোগিতায় শেখ ফজলে নাইম ব্লাড ব্যাংকের তত্বাবধানে শেখ মনি স্মৃতি পরিষদের সভাপতি গাজী তুষার আহম্মেদ বাঘার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, ভারতীয় উপ-হাইকমিশনার বি, এম জামাল হোসেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের নেতা মৃণাল কান্তি রায় চৌধুরী পপা, আওয়ামী লীগ নেতা হিটু গাজী, গোপালগঞ্জ জেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক হাছানুল বান্না প্রমুখ।

ছবি-বার্তা বাজার

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, বাংলাদেশে রক্তের চাহিদার এক-পঞ্চমাংশ পূরণ করছেন স্বেচ্ছা রক্তদাতারা। রক্তদানের এ কাজের ব্যাপ্তি অনেক। মানুষকে নিয়মিত রক্তদানে উৎসাহিত করতে পারলে পেশাদার রক্তদাতাদের রক্ত বাদ দিয়ে পুরোপুরি চাহিদা মেটানো সম্ভব।

অতিথিরা আরো বলেন, জীবন বাঁচানোর জন্যে রক্তের কোনো বিকল্প নেই। আর যারা স্বেচ্ছায় রক্তদানের সঙ্গে জড়িত, তারা আসলে মানুষের জীবন রক্ষাকারী বড় কাজের সঙ্গেই জড়িত। বাংলাদেশে এখন সবচেয়ে বেশি প্রয়োজন পরস্পরের প্রতি মমতা। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবতার উচ্চ মমত্ব প্রকাশ ঘটাবে রক্তদাতারা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর