দুই নবজাতকের এক পাকস্থলী

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে জোড়া লাগানো পাকস্থলী নিয়ে এক যমজ শিশুর জন্ম হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় শিশু দু’টি। শিশুদ্বয় সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের বশির সিকদার ও রেখা বেগমের সন্তান।

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রাতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন রেখা বেগম। রোববার সকালে প্রচন্ড ব্যাথা অনুভুত হলে ডা. সেলিনা আক্তারের অধীনে তার অস্ত্রোপচার হয়। অপারেশনের পর রেখা বেগম সুস্থ থাকলেও জোড়া শিশু দু’টোকে স্ক্যানুতে রাখা হয়েছে।

এ বিষয়ে হাসপাতালের গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা জানান, কনজয়েন্ট বেবি তাও আবার প্রিম্যাচিওর, মাত্র ৩২ সপ্তাহে এই যমজ বাচ্চা প্রসব করানো হয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় তারা রাজী হননি। এই বাচ্চার উন্নত চিকিৎসা প্রয়োজন যা পটুয়াখালীতে সম্ভব না।

তিনি আরও বলেন, গত এক মাস আগে এই রোগী আমার কাছে আসলে আমি আলট্রাসনোগ্রামের মাধ্যমে বুঝতে পারি বাচ্চার ত্রুটি আছে। পরবর্তীতে ভালভাবে নিশ্চিত হওয়ার জন্য বরিশালে পরীক্ষা করানো হয় সেই পরীক্ষায় জানা যায় যমজ শিশুদু’টি জোড়া এবং তাদের পাকস্থলীও জোড়া লাগানো। পেটের শিশুদের এই অবস্থার কারণে মায়েরও কষ্ট হচ্ছে। পরে গত ২৫ ফেব্রুয়ারি তাকে হাসপাতালে ভর্তি করে অবজারভেশনে রাখা হয়।

শিশুদ্বয়ের বাবা বশির সিকদার জানান, একমাস আগে রেখা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ডা. জাকিয়া সুলতানার কাছে নিয়ে যান তারা। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাদেরকে বরিশালে আরেকটি পরীক্ষার জন্য পাঠান। ১০ দিন আগে বরিশালে পরীক্ষাটি করাতে গিয়ে তারা জানতে পারেন বাচ্চার ত্রুটি আছে এবং সে কারণেই বাচ্চার মা বারেবারে অসুস্থ হয়ে পড়ছেন। উন্নত চিকিৎসা নেয়ার কথা বলা হলেও হতদরিদ্র হওয়ার কারণে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না তারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর