প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে.এম খালিদ বাবু বলেছেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। বহি:বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে।

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভালুকা উপজেলা পরিষদ চত্বরে ভাষা সৈনিক মোস্তফা এম.এ মতিন স্মরণে আয়োজিত বই মেলায় সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, অনেক লড়াই সংগ্রাম, আন্দোলন ও ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই ভাষা। বিশ্বের ১’শত ৮৮ দেশ আমাদের ভাষা দিবস পালন করছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অলিখিত ভাষণ হিসেবে জাতীসংঘে বাংলায় প্রথম ভাষণ দিয়েছিলেন। বিশ্বে আজ আমাদের ভাষা সমাদৃত।

তিনি আরও বলেন, মূলত ৫২’র ভাষা আন্দোলন থেকে ৭ই মার্চ এর মধ্য দিয়ে স্বাধীনতার সংগ্রাম শুরু হয়। এরপর দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে আমাদের কাঙ্খিত স্বাধীনতা অর্জিত হয়।

সংরক্ষিত মহিলা এমপি মনিরা সুলতানা মনি’র সভাপত্তিত্বে এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক শামীম সিআইপি, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ: কুদ্দুস, ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল আল মল্লিক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, এপোলো ইনস্টিটিউ অব কম্পিউটার’স কলেজের অধ্যক্ষ এ.আর.এম শামসুর রহমান লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহ্বায়ক সাদেকুর রহমান তালুকদার প্রমুখ।

আলোচনা শেষে অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরিফু হক পলাশ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর