ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে ১০হাজার ভোটের ব্যবধানে নৌকার জয়

উৎসবমুখর পরিবেশে রোববার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান মেয়র মিসেস নায়ার কবির (নৌকা) ২৮ হাজার ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভূইয়া ( মোবাইল ফোন) পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট।

অন্যান্য মেয়র প্রার্থীদের মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী জহিরুল হক খোকন (ধানের শীষ) ৮ হাজার ৯৬ ভোট, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত মোঃ নজরুল ইসলাম (হাতুড়ী)-৩৮৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোঃ আবদুল মালেক (হাতপাখা)-৯৪০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আবদুল কারীম (নারিকেল গাছ) পেয়েছেন ১হাজার ৪৪৮ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মোট ১ লাখ ২০ হাজার ৫০৪জন ভোটারের মধ্যে ৫৭ হাজার ৭৮৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ভোটের মধ্যে শতকরা ৪৮ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ভোট গ্রহন শেষে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার জিল্লুর রহমান বে-সরকারিভাবে এই ফলাফল ঘোষনা করেন।

মোঃ রাসেল আহমেদ/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর