ফেন্সিডিলের বোতলসহ ভোটকেন্দ্র থেকে বিএনপি প্রার্থীর এজেন্ট আটক

বগুড়ায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর এক এজেন্টকে ফেন্সিডিলের বোতলসহ ভোটকেন্দ্র থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার এক সঙ্গীকেও আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম আলী আকবর গোলাপ। সে বগুড়া পৌর সদরের মৃত নজরুল ইসলামের ছেলে। এছাড়া অপর আটককৃত হলেন শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকার শাহিনের ছেলে হাসান (২৪)।

রোববার বিকাল ৪টার দিকে তাকে বগুড়ার সেন্ট্রাল হাইস্কুল কেন্দ্র থেকে আটক করা হয়।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি আব্দুর রাজ্জাক জানান, ভোটকেন্দ্রে গোলাপকে মাদকাসক্ত বলে সন্দেহ হয়। তখন তার সাথে থাকা একটি ব্যাগ তল্লাশী করে একটি খালি ফেন্সিডিলের বোতল পাওয়া যায়। তার সাথে থাকা হাসান নামের একজনকেও তখন আটক করা হয়।

এরপর তাদেরকে ভোটকেন্দ্রে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের সামনে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে মাদক সেবনের কথা স্বীকার করে। তারা উভয়ে ভাগাভাগি করে ওই ফেন্সিডিলটি পান করেছেন বলে জানান।

পুলিশ জানায়, আটকৃতদের সদর থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর