ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেয়ার দাবি সৌদি আরবের

সৌদি আরবের রিয়াদে চালানো শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেয়ার দাবি করেছে সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে এই ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের দায়ী করা হয়েছে।

সৌদি জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালকি এক বিবৃতিতে জানিয়েছেন যে, রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং জিজান প্রদেশে তিন দফা ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। চতুর্থ ড্রোন হামলা চালানো হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুসাইত শহরে।

‘আল একবারিয়া’ টেলিভিশনে রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে।

এসব হামলায় কমপক্ষে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে হাউথি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগেও সৌদিতে হামলা চালিয়েছে হাউথি বিদ্রোহীরা।

বার্তাবাজার/ভি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর