পৌর নির্বাচন: সৈয়দপুরে ধাক্কাধাক্কিতে নিহত ১

নীলফামারীর সৈয়দপুরে ভোটগ্রহণ চলাকালে তিন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ধস্তাধস্তি চলার সময় মাটিতে পড়ে গিয়ে ছোটন অধিকারী (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার সৈয়দপুর মহিলা কলেজ ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে। নিহত ছোট কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলামের সমর্থক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায় নির্বাচনে কাউন্সিলর প্রার্থী পাঞ্জাবি মার্কার আক্তার হোসেন ফেকুর, উট পাখি প্রতীকের সাদেকুর রহমান দিনার ও ব্রিজ মার্কার নজরুল ইসলামের সমর্থকদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় সেখানে থাকা ছোটন অধিকারী মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত আরও ২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ধস্তাধস্তিতে আহত সৈয়দপুর উপজেলা স্বেছাসেবক লীগের সভাপতি আজম হোসেন জানান, মহিলা কলেজ কেন্দ্রে ধাক্কাধাক্কির মধ্যে ছোটন অধিকারীকে তিনি মাটিতে পড়ে যেতে দেখেন। তখন তাকে উদ্ধার এগিয়ে যান। এতে তিনি নিজেও আহত হন। দ্রুত ছোটনকে উপজেলার হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত জানান, এখন পর্যন্ত কেউ নিহতের অভিযোগ জানায়নি। নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক ছিল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর