চরফ্যাসনে শিশু শ্রমিকের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ

ভোলার চরফ্যাসনে ইয়াছিন নামের ৮বছরের শিশুকে অমানবিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে দ্বীপ মিষ্টান্ন ভান্ডার দোকানের মালিক দূর্লব দাসের বিরুদ্বে। এ বিষয়টি মুহুর্তের মধ্যে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) চরফ্যাসন সদর কালি বাড়ি রোডে এ ঘটনাটি ঘটে।

নির্যাতনের শিকার শিশু শ্রমিক ইয়াছিন কেরামতগঞ্জ ৭নং ওয়ার্ডের আঃ কাদের রাড়ীর ছেলে।

শিশু ইয়াসিন অভিযোগ করে বার্তা বাজারকে বলেন, আমি দ্বীপ মিষ্টান্ন ভান্ডারে শ্রমিক হিসেবে ৬ মাস যাবত কাজ করি। আজ দুপুরে গোসল করতে চাওয়াকে কেন্দ্র করে দোকানের মালিক দূর্লব দাস আমাকে সবার সামনে শারীরিক নির্যাতন করে। প্রায় সময় আমাকে সামান্য ভুলের কারনে শারিরীকভাবে নির্যাতন করত। পরে স্থানীয়রা আমাকে উদ্বার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা জানায়, দ্বীপ মিষ্টান্ন ভান্ডার দোকানের মালিক দূর্লব দাস শিশু ছেলেটিকে প্রায় মারধর করে। ছেলেটিকে আজ গোসল করতে চাওয়া নিয়ে জন সম্মুখে শারিরীকভাবে ব্যাপক নির্যাতন করে।

দোকানের মালিক দূর্লব দাস ঘটনার সত্যতা স্বীকার করে বার্তা বাজারকে বলেন, আমি ছেলেটিকে লাঠি দিয়ে একটি আঘাত করেছি।

তাকে কি কারনে অমানবিক নির্যাতন করা হয়েছে এ বিষয়টি তিনি এড়িয়ে যান।

চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন বার্তা বাজারকে জানান, বিষয়টি খতিয়ে দেখতেছি।

আরিফুল ইসলাম/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর