ধোবাউড়ায় নকল ভিরতাকো বিষসহ হাতে নাতে কোম্পানির প্রতিনিধি আটক

ময়মনসিংহের ধোবাউড়ায় খুচরা সার বিষ বিক্রেতাদের দোকানে অতিরিক্ত মুনাফার লাভ দেখিয়ে নকল ভিরতাকো বিষের প্যাকেট দেখিয়ে দোকানে দোকানে অর্ডার নেওয়ার সময় নাজমুল নামে এক কোম্পানির প্রতিনিধিকে আটক করা হয়। রোববার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় ধোবাউড়ার সদর বাজার এলাকা থেকে তাকে আটক করে এলাকাবাসী।

জানা যায়, নাজমুল পার্শ্ববর্তী হালুয়াঘাট উপজেলার বড়দাসপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন ধরে ধোবাউড়া উপজেলার বিভিন্ন বাজারে সার বিষের দোকানে নকল বিষ বিক্রি করে আসছে। বিষের আসল নকল প্যাকেট এক থাকায় সহজে বুঝা খুবই কঠিন। রোববার বিকাল ৪টায় ধোবাউড়া বাজারে কম দামে অর্ডার নেওয়ার সময় বাজার ব্যবসায়ী ও সাধারণ জনগণকে নিয়ে নকল বিষসহ হাতে নাতে আটক করেন ধোবাউড়া উপজেলার সিনজেন্টা ডিলার মাজহারুল ইসলাম।

বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে জানালে তাদের উপস্থিতিতে নকল বিষ চিহ্নত করা হয়। পরে নাজমুলকে মুছলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

উল্লেখ্য, নাজমুল ইসলাম দি গোল্ডেন এগ্রো লিমিটেড কোম্পানিতে কাজ করছে।

আনিসুর রহমান/বার্তাবাজার/হৃ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর