২০২৩ সাল পর্যন্ত স্থগিত হতে পারে এশিয়া কাপ!

গত বছরের শেষের দিকে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়ে যায়। আগামী জুনে শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে এক্ষেত্রে ঝামেলা হয়ে দাঁড়িয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আগামী জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টে যদি ভারত ড্র কিংবা জিতে তাহলে তারা ফাইনালে উঠবে। আর যদি ইংল্যান্ড জিতে তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনালে খেলবে অস্ট্রেলিয়া।

ভারত যদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে তাহলে এ বছর এশিয়া কাপ হবে না বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানি। ২০২৩ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট স্থগিত হতে পারে বলে মনে করছেন তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, গত বছরই এশিয়া কাপ হওয়ার কথা ছিল। এখন মনে হচ্ছে এ বছরও হবে না। জুনে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। জুনেই শ্রীলঙ্কা এশিয়া কাপ আয়োজনের চেষ্টা করবে। আমার মনে হচ্ছে এবারের এশিয়া কাপ হবে না। মনে হয় ২০২৩ সাল পর্যন্ত টুর্নামেন্টটি স্থগিত করতে হবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর