অধিকারের প্রশ্নে শামসুল হক ছিলেন আজীবন আপোষহীন: গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, অধিকারের প্রশ্নে ভাষা সৈনিক এম শামসুল হক আজীবন আপসহীন ছিলেন।

ভাষা সৈনিক এম শামসুল হককে এবছর মরণোত্তর একুশে পদক প্রদান করায় তার সম্মানে রোববার (২৮ ফেব্রুয়ারি) ময়মনসিংহ প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

শরীফ আহমেদ বলেন, বাঙালির সকল গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রশ্নে এম শামসুল হক সর্বদা সোচ্চার ছিলেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন ঘনিষ্ঠ সহচর হিসেবে তার আদর্শে দীক্ষিত হয়েছিলেন। আজীবন বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তিনি কাজ করেছেন।

বাহান্নর ভাষা আন্দোলনে এম শামসুল হকের অসামান্য অবদানের কারণে এবছর মরণোত্তর একুশে পদক প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

ভাষা আন্দোলনে অসামান্য অবদান রাখায় শরীফ আহমেদ এর পিতা এম শামসুল হককে এবছর মরণোত্তর একুশে পদক এ ভূষিত করা হয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর