দর্শকশূন্য মাঠে হবে ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ

ভারত-ইংল্যান্ড মধ্যকার টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি ছিল। ৫০ শতাংশ দর্শকের উপস্থিতি ছিল স্টেডিয়ামে। আগামী ৪ মার্চ শেষ টেস্টে মাঠে নামবে দুইদল।

আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শেষ টেস্ট ম্যাচটি। বাকি দুই টেস্টের মত শেষ টেস্টেও মাঠে দর্শকরা প্রবেশ করতে পারবেন। আহমেদাবাদেই এরপর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুইদল।

টি-টোয়েন্টি সিরিজে মাঠে দর্শকদের উপস্থিতি থাকবে। কিন্তু পুনেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে। পুনেতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পুনেতে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে মহারাষ্ট্র রাজ্য সরকার খেলার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। কিন্তু শর্ত হলো মাঠে দর্শক থাকতে পারবে না। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আগামী ২৩ মার্চ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত-ইংল্যান্ড। সিরিজের বাকি দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬ ও ২৮ মার্চ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর